ফিনিক্স থেকে হাওয়াইগামী বিমানে টার্বুলেন্সের জেরে আহত ৩৬

ব্যাপক টার্বুলেন্সের জেরে জখম হলেন বহু যাত্রী। ঘটনাটি ঘটেছে, যুক্তরাষ্ট্রে ফিনিক্স থেকে হাওয়াইগামী একটি বিমানে। লাগাতার বিমানের ঝাঁকুনির জেরে আহত হয়েছেন ৩৬জন যাত্রী। তাঁদের মধ্যে ১১জনকে হাসপাতালে ভর্তিও হতে হয়েছে।

error: Content is protected !!