৪ মিনিটে ৪ পদক জিতল ভারত
কয়েক মিনিটের ব্যবধানে প্যারালিম্পিক্সে চারটি পদক জিতল ভারত। দুটি পদক জিতল জ্যাভেলিনে। দুটি পদক এল হাইজাম্প থেকে। সেই পারফরম্যান্সের সুবাদে টোকিয়োকে ছাপিয়ে প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের পদক সংখ্যা দাঁড়াল ২০। ফলে পদক সংখ্যার নিরিখে ভারতের সবথেকে সফল প্যারালিম্পিক্সের তকমা ছিনিয়ে ছিল প্যারিস। পুরুষদের হাইজাম্পের টি৬৩ ইভেন্টে রুপো জিতলেন শরদ কুমার। ব্রোঞ্জ জিতলেন মারিয়াপ্পান থাঙ্গাভেলু। আর পুরুষদের জ্যাভেলিন এফ৪৫ ইভেন্টে রুপো জিতলেন অজিত সিং। ব্রোঞ্জ পেলেন সুন্দর সিং গুর্জর। যিনি বিশ্বরেকর্ডের মালিক।
পুরুষদের জ্যাভেলিন এফ৪৫
১) অজিত সিং: ফাইনালে ৫৯,৮ মিটার, ৬০.৫৩ মিটার, ৬২.৩৩ মিটার, ৬০.৪৭ মিটার, ৬৫.৬২ মিটার (সেরা) এবং বাতিল। রুপো জিতেছেন।
২) সুন্দর সিং গুর্জর: ৬২.৮২ মিটার, ৬১.৭৫মিটার, বাতিল, ৬৪.৯৬ মিটার (সেরা), বাতিল এবং বাতিল। ব্রোঞ্জ জিতেছেন।।
৩) রিঙ্কু: ৫৭.৩৪ মিটার, বাতিল, ৬০.৫৮ মিটার, বাতিল, বাতিল এবং ৬১.৫৮ মিটার (সেরা)। তিনি পঞ্চম স্থানে শেষ করলেন।
পুরুষদের হাইজাম্পের টি৬৩
১) শরদ কুমার: ১.৮৮ মিটার। শেষপর্যন্ত রুপো পেলেন।
২) মারিয়াপ্পান থাঙ্গাভেলু: ১.৮৫ মিটার। তিনি ব্রোঞ্জ পেলেন।
৩) শৈলেশ কুমার: ১.৮৫ মিটার। চতুর্থ স্থানে শেষ করলেন। একচুলের জন্য পদক এল না।