
আগামী ১৪ ফেব্রুয়ারি চার পুরনিগমের ভোট গণনা, জানাল রাজ্য নির্বাচন কমিশন
বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ি পুরনিগমের ভোটের ফলাফল ঘোষণার দিন জানাল রাজ্য নির্বাচন কমিশন। আগামী ১৪ ফেব্রুয়ারি চার পুরনিগমের ভোট গণনা হবে বলে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে প্রতিটি পুরনিগমে কেন্দ্রীয়ভাবেই ভোট গণনা হবে।প্রথমে বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ি পুরনিগমের ভোটের দিন ২২ জানুয়ারি ধার্য করেছিল রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু রাজ্যে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে ভোট পিছিয়ে দেওয়ার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে নির্বাচন ৪ থেকে ৬ সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া যায় কিনা, তা ভেবে দেখার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। এদিন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, ‘আগামী ১৪ ফেব্রুয়ারি চার পুরসভার ভোট গণনা হবে। করোনা সংক্রমণের বিষয়টি মাথায় রেখে কেন্দ্রীয়ভাবেই ভোট গণনার ব্যবস্থা করা হচ্ছে।’ কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, ‘যেহেতু ২৭ ফেব্রুয়ারি রাজ্যের বাকি শতাধিক পুরসভায় ভোট নেওয়া হবে, তাই চার পুর নিগমের ভোট গণনার দিন এগিয়ে আনা হয়েছে।’