ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে ৪.৩

ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। আজ, বুধবার ভোর ৫টা ৪৯ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে। রিখটার স্কেলে কম্পনের তাপমাত্রা ছিল ৪.৩। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, বুধবার ভোরে আফগানিস্তানে ভূমিকম্প হয়। ভোর ৫টা ৪৯ মিনিট নাগাদ ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ৮৫ কিলোমিটার পূর্বে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। ভূমিকম্পের জেরে এখনও অবধি কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি। তবে প্রশাসনের তরফে এলাকা পরিদর্শনের পরই এই বিষয়ে নিশ্চিতভাবে কোনও তথ্য জানানো হবে।

error: Content is protected !!