ঝড়ের মুখে অণ্ডালে জরুরি অবতরণ ‘মুম্বই-দুর্গাপুর ‘ বিমানের, তীব্র ঝাঁকুনিতে আহত ৪০ যাত্রী
ঝড়ের কবলে পড়ে অণ্ডাল বিমানবন্দরে জরুরি অবতরণ করল মুম্বই-দুর্গাপুর বিমান৷ তীব্র ঝাঁকুনিতে আহত ৪০জন যাত্রী ৷ রবিবার সন্ধ্যায় মুম্বই থেকে রওনা দেয় বিমানটি ৷ তবে অবতরণের ঠিক আগেই ঝড়ের কবলে পড়ে সেটি ৷ বড়সড় বিপদ এড়াতে তড়িঘড়ি বিমানটিকে অণ্ডাল বিমানবন্দরে অবতরণ করাতে সক্ষম হন পাইলট ৷ তেমন বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেও তীব্র ঝাঁকুনির জেরে আহত হন কমপক্ষে ৪০ জন যাত্রী ৷