মোদি-রাজনাথের মধ্যে ৪০ মিনিটের রুদ্ধদ্বার বৈঠক!

পহেলগাম জঙ্গি হামলার পরে কী জবাব দেবে ভারত? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সারা ভারতে? নিয়ন্ত্রণ রেখা বরবার গত কয়েকদিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে গুলি বিনিময় হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপও নিয়েছে ভারত। এ বার কী হবে? সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের মিটিংয়ের পরে এই প্রশ্নই এখন আরও জোরালো হয়েছে। সোমবার মোদী-রাজনাথের মধ্যে প্রায় ৪০ মিনিট ধরে রুদ্ধদ্বার বৈঠক হয়। গত কয়েকদিন ধরে কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। একাধিক ঘাঁটির খোঁজ মিলেছে। জঙ্গিদের বাড়িও ধ্বংস করা হয়েছে। সূত্রের খবর, কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর পদক্ষেপ নিয়েই মোদী ও রাজনাথের মধ্যে আলোচনা হয়েছে। এই মিটিংয়ের আগে সাউথ ব্লকে গিয়েছিলেন রাজনাথ সিং। সেখানে কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রতিরক্ষামন্ত্রীকে ব্রিফিং করেন সেনা প্রধান। ২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলা হয়। পুলওয়ামার পরে সবচেয়ে বড় জঙ্গি হামলা হিসেবেই দেখা হচ্ছে একে। বইসারানে ২৬ জন পর্যটককে গুলি করে হত্যা করে জঙ্গিরা। পর্যটকদের ধর্মীয় পরিচয় জেনে তারপরে গুলি করা হয়েছে বলে অভিযোগ। ওই ঘটনায় দায় স্বীকার করেছিল লস্কর-ই-তৈবা থেকে তৈরি হওয়া সংগঠন রেজিস্ট্যান্স ফ্রন্ট। এই ঘটনায় পাকিস্তানের প্রত্যক্ষ মদত রয়েছে বলে অভিযোগ করেছে ভারত। এমন হামলার যোগ্য জবাব দেওয়া হবে বলে জানিয়েছে ভারত সরকার। রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানেও মোদী আশ্বাস দিয়েছিলেন পহেলগাম হামলার চক্রীদের জবাব দেওয়া হবে। সোমবারের রুদ্ধদ্বার বৈঠক কি তারই কোনও প্রস্তুতি?

error: Content is protected !!