
ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ, আহত অন্ততপক্ষে ৪০৬
ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের বন্দর ৷ দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী আব্বাসে এ বিস্ফোরণ ঘটে। যা রাজধানী তেহরান থেকে ১ হাজারের বেশি কিলোমিটার দূরে অবস্থিত। ইরানের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, কমপক্ষে ৪০৬ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে ৷ বিপর্যয় মোকাবিলা আধিকারিক মেহরদাদ হাসানজাদে জানিয়েছেন, তাঁরা ঘটনাস্থলে পৌঁছচ্ছেন ৷ বিস্ফোরণ স্থল থেকে সবাইকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে ৷ রাজিয়াই বন্দরে কয়েকটি কন্টেনারে বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে ৷ সোশাল মিডিয়ায় এই সংক্রান্ত কয়েকটি ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ৷ তাতে দেখা যাচ্ছে বিস্ফোরণের ফলে গোটা এলাকা কালো ধোঁয়ায় ভরে গিয়েছে ৷ জানা গিয়েছে, এই বন্দরে কন্টেনার আসে এবং এখান থেকে পাঠানো হয় ৷ এছাড়া তেলের ট্যাঙ্ক এবং অন্যান্য পেট্রোকেমিক্যাল পণ্যের আমদানি-রফতানি হয়ে থাকে ৷