কাশ্মীরে বড় ধরনের জঙ্গি হানার আশঙ্কা, বন্ধ ৪৮টি পর্যটনকেন্দ্র

জঙ্গি হানার আশঙ্কায় কাশ্মীরে ৪৮টি পর্যটনকেন্দ্র বন্ধ করে দেওয়া হল। গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পহলগামে জঙ্গি হানায় পর্যটকদের মৃত্যুর পর উপত্যকাজুড়ে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। ভেঙে দেওয়া হয়েছে জঙ্গিদের বাড়িঘর। গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, ঘরবাড়ি ভেঙে দেওয়ার প্রতিশোধ নিতে জঙ্গিরা আরও বড় ধরনের হামলার পরিকল্পনা করছে। ফের জঙ্গিদের লক্ষ্যবস্তু হতে পারে পর্যটকেরা। সেকারণে সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে কাশ্মীরে ৮৭টি পর্যটনকেন্দ্রের মধ্যে ৪৮টি বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে, গোয়েন্দা সূত্রের খবর, পহেলগাম হামলার পর উপত্যকায় কিছু স্লিপার সেল সক্রিয় হয়ে উঠেছে। সেকারণে গুলমার্গ, সোনমার্গ, ডাল লেক সহ সংবেদনশীল পর্যটন স্থানগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে ওই সমস্ত এলাকায়। ২২ এপ্রিল ‘মিনি সুইজারল্যান্ড’ হিসেবে পরিচিত পহেলগামের বৈসারনে ২৬ জন পর্যটককে গুলি করে হত্যা করে জঙ্গিরা। লস্করের ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট প্রথমে হামলার দায় স্বীকার করলেও পরে পাকিস্তানের চাপে তা অস্বীকার করে। অপারেশন সেরে জঙ্গিরা পাকিস্তানে পালিয়েছে। কাশ্মীরে তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। গোয়েন্দাদের আশঙ্কা, এর বদলা নিতে জঙ্গিরা ফের হামলা চালাতে পারে।

error: Content is protected !!