মালদার চোর সন্দেহে মারধরের ঘটনায় ধৃত ৫, অন্য অভিযোগে গ্রেফতার দুই নির্যাতিতাও

মালদার পাকুয়াহটে ২ মহিলাকে মারধর, জুতোপেটা ও জামা কাপড় ছিড়ে করার ঘটনায় ধৃত ৫ জনকে আদালতে পেশ করল পুলিশ। ধৃতদের মধ্যে ৩ জন মহিলা, ২ জন পুরুষ। তাদের নাম মনোরঞ্জন মন্ডল, বিজয় মন্ডল, মিনতি টুডু, বাসন্তী মার্ডি এবং রেবতী বর্মন। এরা প্রত্যেকেই বামনগোলা থানা এলাকার বাসিন্দা। ধৃত ৫ জন ছাড়ও আরও ২ জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রসঙ্গত, দিন কয়েক আগে মালদার পাকুয়াহাটে লেবু বিক্রি করতে যান দুই মহিলা। অভিযোগ, সেই সময় চোর সন্দেহে তাঁদের মারধর করে বেশ কয়েকজন। যারা মারধর করে, তাদের মধ্যে অনেক মহিলাও ছিল। জুতোপেটাও করা হয় তাঁদের। মারধরের সময় ওই দুই মহিলার শরীর থেকে পোশাক ছিড়ে যায়। তারপরেও চালিয়ে যাওয়া হয় মারধর। ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করে দেখেনি বঙ্গ নিউজ।

error: Content is protected !!