বিহারে বিষমদ পান করে মৃত ৫, অসুস্থ ১২

বিহারে ফের বিষমদ পান করার জেরে প্রাণ হারালেন ৫ জন। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ১২জন। ঘটনাটি ঘটেছে, গতকাল, শুক্রবার বিহারের মোতিহারি জেলার লক্ষ্মীপুর গ্রামে। স্থানীয় একটি ঠেক থেকে মদ পান করার পর তাঁরা সকলেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে।

error: Content is protected !!