
হরিয়ানায় পণ্যবাহী লরির ধাক্কা মৃত ৪ পরিযায়ী শ্রমিক সহ ৫, আহত ১৫
হরিয়ানায় যাত্রীবাহী জিপের পিছনে সজোরে ধাক্কা পণ্যবাহী লরির। দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫ জন। আহত আরও ১৫ জন। পুলিশ সূত্রে খবর, সাতসকালে দুর্ঘটনাটি ঘটেছে হরিয়ানার সোনিপতে। কুন্ডলি-মানেসর-পালওয়াল জাতীয় সড়কে যাত্রীবাহী জিপটিকে ধাক্কা মারে পণ্যবাহী লরিটি। এর জেরে একেবারে দুমড়ে মুচড়ে যায় জিপটি। রাস্তার ধারে খাদে পড়ে যায় লরিটিও। দুর্ঘটনার পরেই ছুটে আসেন স্থানীয়রা। জিপটিতে ২০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৪ জন পরিযায়ী শ্রমিক ছিলেন। তাঁরা সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন। স্থানীয়রা ও পুলিশ এসে আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার পর থেকে ঘাতক লরির চালক পলাতক।