ঔরঙ্গাবাদে ছটপুজো চলাকালীন গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ, গুরুতর জখম ৫০

বিহারের ঔরঙ্গাবাদে গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ। আর সেই বিস্ফোরণে কার্যত ঝলসে গেল ৫০জন। ৫০ জনের মধ্যে ৭জন পুলিশকর্মী। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে যাদের আঘাত গুরুতর, তাদের  সদর হাসপাতালে ভর্তি করা হয়। আগুন লাগে জনৈক অনিল গোস্বামীর বাড়িতে। রাত আড়াইটে নাগাদ। বাড়িতে ছটপুজোর জন্য প্রসাদ রান্না হচ্ছিল।  স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’তলা  এই বাড়ির একতলায় রান্না চলছিল। কোনও কারণে সিলিন্ডার থেকে গ্যাস লিক হতে শুরু করে। সঙ্গে সঙ্গে সিলিন্ডারে আগুন লাগে এবং বিকট শব্দে সিলিন্ডার ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে এই বাড়ির সিলিং ভেঙে পড়ে। গভীর রাতে ওই বিকট শব্দে শুনে প্রতিবেশীরা জানালা দিয়ে দেখেন অনিল গোস্বামীর বাড়িতে আগুন লেগেছে। সেই সঙ্গে ভেসে আসছে তীব্র চিৎকার। তাদের বাড়িতেও ছটপুজোর রান্নার কাজ চলছিল। রান্না বন্ধ করে তারা প্রতিবেশীকে সাহায্য করতে এগিয়ে আসেন। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলবাহিনী। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগুন এতটাই ভয়াবহ ছিল যে ওই দু’তলা বাড়ির আগুন নেভাতে দমকলের পাঁচটি ইঞ্জিনকে সেখানে পাঠাতে হয়। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আহতদের প্রথমে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।

error: Content is protected !!