গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ৫৮৩

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮৩ জন।  এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ২৩ হাজার ১৯১ জন। আক্রান্তের মতো দৈনিক মৃতের সংখ্যাও কমেছে অনেকটাই। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৬ জন করোনার বলি হয়েছেন। এখনও পর্যন্ত করোনায় মোট ১৯ হাজার ৬০০ জন প্রাণ হারিয়েছেন। একদিনে করোনকে হারিয়ে সুস্থ হয়েছেন ৫৯১ জন। তার ফলে করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৯৬ হাজার ৪৩ জন। একদিনে ৩৬ হাজার ৫৭৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৭ লক্ষ ৫৯ হাজার ১৫০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে ১.৫৯ শতাংশ।

error: Content is protected !!