ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল চিনের সিচুয়ান, রিখটার স্কেলে ৬.৬, নিহত ৭

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিন। সোমবার সকালে চিনের সিচুয়ান প্রদেশে ৬ দশমিক ৬ মাত্রার ওই ভূমিকম্পে কমপক্ষে সাতজন নিহত হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় ইতিমধ্যেই যুদ্ধকালীন ত‍ৎপরতায় উদ্ধারকার্য শুরু হয়েছে। এদিন সকালে সিচুয়ান প্রদেশের কাংডিং শহরের ৪৩ কিলোমিটার দূরে দক্ষিণ-পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পে একাধিক বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বেশ কয়েকটি বাড়ির দেওয়ালেও ফাটল দেখা দেয়। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। বেশ কিছু এলাকায় টেলিযোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভূমিকম্পের পরেই যুদ্ধকালীন ত‍ৎপরতায় শুরু হয় উদ্ধারকার্য। বিপর্যয় মোকাবিলা দফতরের পাঁচ শতাধিক কর্মীকে নামানো হয়। ধ্বংসস্তুপ সরিয়ে ৭জনের মৃতদেহ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। বেশ কয়েকজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে।  

error: Content is protected !!