ত্রিপুরায় উল্টো রথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ শিশু সহ ৬, আহত ১৫
উল্টো রথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ২ শিশু-সহ ৬ জনের। আহত কমপক্ষে ১৫ জন। তাঁদের মধ্যে অনেকের শারীরিক অবস্থায় আশঙ্কাজনক। ঘটনাস্থল ত্রিপুরা। মাসির বাড়ি থেকে ফিরলেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। আজ, বুধবার ছিল উল্টোরথ। সূত্রের খবর, রথ বেরিয়েছিল ত্রিপুরার কুমারহাটে। রাস্তা গিয়ে সেই রথ টেনে নিয়ে যাচ্ছিলেন প্রায় হাজারেরও বেশি মানুষ।