উত্তরপ্রদেশে বাড়িতে আগুন লেগে দগ্ধ হয়ে মৃত নাবালিকা সহ ৬ সদস্য

উত্তরপ্রদেশের মউ জেলার শাহপুরে মধ্যরাতে আগুন লেগে জীবন্ত দগ্ধ হলেন একই বাড়ির ৬ জন। মৃতদের মধ্যে ৪জন নাবালিকাও রয়েছে বলে খবর। গতকাল রাতে রান্না করার স্টোভ থেকে আগুন লাগে বলে অনুমান। মুহূর্তের মধ্যে সম্পূর্ণ বাড়িটিই আগুনের কবলে চলে যায়। যেই সময় আগুন লাগে, বাড়িতে উপস্থিত প্রত্যেকেই ঘুমোচ্ছিলেন বলে অনুমান। দাউ দাউ করে আগুন জ্বলছে দেখে ছুটে আসেন প্রতিবেশীরা। কিন্তু আগুনের দাপট অত্যন্ত বেশি থাকায় কেউ ভিতরে গিয়ে বাড়িতে থাকা কোনও সদস্যকে বাঁচাতে পারেননি। খবর দেওয়া হয় দমকলে। ভোররাতে এসে পৌঁছয় দমকলবাহিনী। কিন্তু আগুন নেভানোর আগেই চলে যায় ৬টি তরতাজা প্রাণ। বাড়িটি একটি স্থানীয় পরিযায়ী শ্রমিকের। সেই বাড়িতে তাঁর পরিবার থাকত বলে খবর। মৃত নাবালিকাদের প্রত্যেকের বয়স  ৭ থেকে ১৪ বছরের মধ্যে। মৃতদের পরিজনকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে প্রশাসন।

error: Content is protected !!