শক্তিশালী ভূমিকম্প কেঁপে উঠল আর্জেন্টিনা-চিলি উপকূল, রিখটার স্কেলে ৭.৪, সুনামি সতর্কতা জারি 

শুক্রবার এক জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল আর্জেন্টিনা সহ দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ উপকূল। স্থানীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্তাদের মতে রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭.৪। এ দিকে এই শক্তিশালী ভূমিকম্পের ফলে দক্ষিণ আমেরিকার আরও এক দেশ চিলিতে বড় মাপের সুনামি তরঙ্গ আছড়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। চিলির বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, সুনামির ঝুঁকির কারণে দক্ষিণ চিলির ম্যাগালানেস অঞ্চলের উপকূলীয় এলাকা খালি করে দেওয়া হচ্ছে। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে অনুসারে, দক্ষিণ আর্জেন্টিনার উপকুলীয় শহর উশুয়াইয়া থেকে ২১৯ কিলোমিটার দক্ষিণে ড্রেক প্যাসেজে, স্থানীয় সময় সকাল ৯টা নাগাদ এই ভূমিকম্প হয়। জায়গাটি চিলির দক্ষিণ প্রান্তে পুয়ের্তো উইলিয়ামস থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। আরও জানা গিয়েছে, মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎসস্থল। এ দিকে ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হয়। চিলির জাতীয় বিপর্যয় মূল্যায়ন ব্যবস্থা জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে যে সুনামি তরঙ্গ তৈরি হবে, তা ভূমিকম্পের কেন্দ্রস্থলের ৩০০ কিলোমিটার পরিসীমার মধ্যে অবস্থিত সকল জায়গায় আঘাত হানতে পারে। ম্যাগালানেস অঞ্চলের উপকূলীয় এলাকাগুলির ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে, নাগরিকরা সেখান থেকে ধীরে ধীরে অন্যত্র সরে যাচ্ছেন। ভূমিকম্পে সম্পত্তি বা পরিকাঠামোগত ক্ষয়ক্ষতি কতটা হয়েছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি। কোনও প্রাণহানিরও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

error: Content is protected !!