
উত্তরপ্রদেশে অযোধ্যায় ট্রাক ও বাসের সংঘর্ষে, মৃত ৭, আহত ৪০
উত্তরপ্রদেশের অযোধ্যায় ভয়াবহ দুর্ঘটনা। যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। এই ঘটনার জেরে ৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। জখম হয়েছেন কমপক্ষে ৪০ জন যাত্রী। ঘটনাটি ঘটেছে, গতকাল, শুক্রবার রাতে লখনউ-গোরখপুর হাইওয়ের উপর। বাসটি অযোধ্যা থেকে আম্বেদকর নগরের দিকে যাচ্ছিল বলে খবর। সেই সময় আচমকা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে ও সেটি উল্টে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান ৭ জন। আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।