টানা ১৯ ঘণ্টা ধরে তল্লাশির পর বায়রন বিশ্বাসের বাড়ি থেকে উদ্ধার ৭০ লক্ষ টাকা

সাগরদিঘি উপনির্বাচনে জয়ী হয়েছিলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। জয়ের পরই যোগ দিয়েছিলেন তৃণমূলে। গতকাল সাতসকালে সাগরদিগির সেই বিধায়ক বাইরনের বাড়ি সহ তাঁর একাধিক ঠিকানায় হানা দেয় আয়কর দফতর। তবে বাইরন বিশ্বাস একজন বিধায়কই নন, বড় শিল্পোদ্যোগীও বটে। মুর্শিদাবাদের প্রসিদ্ধ বিড়ি শিল্পোদ্যোগী বাবর আলি বিশ্বাসের বড় ছেলে বাইরন বিশ্বাস। জানা গেছে, গতকাল সকালে সামসেরগঞ্জে বাইরনের বাড়ি, গোডাউন ও তাঁর হাসপাতালে হানা দেয় আয়কর দফতরের কর্মীরা। ঘিরে ফেলা হয় তাঁর বাড়ি। তার পরই শুরু হয় তল্লাশি। আয়-ব্যয়ের হিসেব সংক্রান্ত কোনও গোলমালের কারণেই বাইরনের বাড়িতে হানা দিয়েছে আয়কর দফতর। আয়করের মোট ৩টি টিম তল্লাশির কাজ চালিয়েছে। বাইরান বিশ্বাসের আয়কর যিনি দেখাশোনা করেন সেই ব্যক্তিকে তলব করেও জিজ্ঞাসাবাদ করা হয় । বিড়ি কারখানা, স্কুল ও কেমিক্যাল কারখানার বাইরে থেকে কাউকে ঢুকতে দেওয়া হয়নি এবং কাউকে বাইরে বের হতেও দেওয়া হয়নি। বুধবার বিকেলের দিকে একটি কালো সুটকেসের মধ্যে বেশকিছু কাগজপত্র নিয়ে আয়কর দফতরের এক কর্তা বেরিয়ে যান। অন্যদিকে টানা ১৯ ঘণ্টা ধরে তল্লাশির পর বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়ি থেকে বের হয়েছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। গতকাল, গভীর রাতে তল্লাশি অভিযান শেষ হয়। মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়কের বাড়ি থেকে প্রায় ৭০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে জানা গেছে।

error: Content is protected !!