প্রবল বর্ষণে বিপর্যস্ত ব্রাজিল, হড়পা বান আর ধসের জেরে মৃত কমপক্ষে ৭৮

প্রবল বর্ষণে বিপর্যস্ত ব্রাজিল। ব্রাজিলের পেট্রোপলিশ শহর প্রায় নিশ্চিহ্ন হতে বসেছে। একদিকে হড়পা বান আরেক দিকে ভূমি ধসের জোড়া ফলা। দুইয়ের কোপে কমপক্ষে ৭৮ জনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে ব্রাজিলে এই প্রাকৃতিক বিপর্যয়। প্রবল প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত রাজধানী রিও ডি জেনিরো।প্রবল প্রাকৃতিক বিপর্যয়ে কাঁপছে গোটা ব্রাজিল। রাজধানী রিও ডি জেনেইরো থেকে শুরু করে একের পর এক পর্যটন কেন্দ্র তছনচ হয়ে গিয়েছে। এতটাই বর্ষণ শুরু হয়েছে যে রিওর রাস্তা দেখে মনে হচ্ছে নদী। পেট্রোপলিশের রাস্তা দিয়ে নদী বইছে। হাজার বাজার গাড়ি ভেসে যাচ্ছে রাস্তা দিয়ে।

error: Content is protected !!