হোলির আগেই বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ!

সপ্তম বেতন কমিশনের অধীনে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মাইনে বাড়তে চলেছে ৷ কারণ, কেন্দ্র সরকার ২ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে। মুদ্রাস্ফীতি অনুযায়ী বাড়বে সরকারি কর্মচারীদের বেতনও। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা শীঘ্রই সুখবর পেতে পারেন। মনে করা হচ্ছে যে, কেন্দ্রীয় সরকার জানুয়ারি-জুন মাসের বেতন বৃদ্ধির জন্য হোলির আগে মহার্ঘ ভাতা (ডিএ) এবং মহার্ঘ ত্রাণ (ডিআর) বৃদ্ধির ঘোষণা করতে পারে। জানা গিয়েছে, কেন্দ্র সরকার চলতি মাসে হোলির আগে ২ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে।মহার্ঘ ভাতা বৃদ্ধি বছরে দুবার ঘোষণা করা হয় (জানুয়ারি এবং জুলাই থেকে কার্যকর)। কেন্দ্র মুদ্রাস্ফীতি অনুযায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি করে থাকে। সূত্রের খবর, হোলির আগে মহার্ঘ ভাতা বৃদ্ধিতে কেন্দ্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন ২ শতাংশ বৃদ্ধি করতে পারে। এই বৃদ্ধি কার্যকর হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা তাদের মূল বেতনের ৫৫ শতাংশ হয়ে যাবে। তবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই সিদ্ধান্ত ১৪ মার্চের মধ্যে গৃহিত হওয়ার কথা। শেষবার ২০২৪ সালের অক্টোবরে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। এটি ১ জুলাই ২০২৪ থেকে কার্যকর হয়। এর পর, মহার্ঘ্য ভাতা ৫০ শতাংশ থেকে বেড়ে ৫৩ শতাংশ হয়। পেনশনভোগীরাও একই হারে বেতন বৃদ্ধির সুবিধা পেয়েছেন। সরকারি কর্মচারীদের যেমন মহার্ঘ ভাতা দেওয়া হয়, তেমনই পেনশনভোগীদের ডিআর দেওয়া হয়। মহার্ঘ ভাতা ২ শতাংশ বৃদ্ধির ফলে, যে সব কর্মচারীর মূল বেতন প্রতি মাসে ১৮,০০০ টাকা, তাদের বেতন ১ জানুয়ারি, ২০২৫ থেকে প্রতি মাসে ৩৬০ টাকা বৃদ্ধি পাবে।

error: Content is protected !!