
অন্ধ্রপ্রদেশে বাজি কারখানার বিস্ফোরণে ২ মহিলা সহ মৃত ৮, আহত ৭, আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর
ফের বাজি তৈরি কারখানায় বিস্ফোরণ ৷ মৃত্যু হয়েছে ২ মহিলা সহ ৮ জনের ৷ আহত সাত জন ৷ রবিবার ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লি জেলায় একটি বাজি কারখানায় ৷ বিস্ফোরণের অভিঘাত এতটাই প্রবল যে কারখানার দেওয়াল ধসে পড়ে ৷ উড়ে গিয়েছে ছাদ ৷ কারখানায় আগুন ধরে যায় ৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকলবাহিনী ৷ সূত্রের খবর, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই মৃত্যু হয় ছ’জনের ৷ বাকি দু’জনের মৃত্যু হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৷ আনাকাপল্লি জেলায় কৈলাসা শহরের কোটাভুতলা মণ্ডল এলাকায় ছিল ওই বাজি তৈরির কারখানাটি ৷ এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের জন্য ২ লক্ষ টাকা করে এবং প্রত্যেক আহতকে ৫০ হাজার টাকার আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন ৷ মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন ৷ মৃত ও আহতদের অধিকাংশই পূর্ব গোদাবরী জেলার সমরলাকোটার বাসিন্দা ৷ স্থানীয় সূত্রের খবর, রকেট বাজি বানানোর জন্য ওই কারখানাটি বিখ্যাত ৷ বিয়ের মরশুমে বাজির চাহিদা বেড়ে যায় ৷ তাই কারখানাটিতে অনেকেই কাজ করতেন ৷ আহতদের সঙ্গে সঙ্গে নরসিপতনম হাসপাতালে পাঠানো হয় ৷ পুলিশ এবং অন্য আধিকারিকরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছন ৷ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ৷ রাজ্যের স্বরাষ্ট্র দফতরের মন্ত্রী ভি অনিতা বলেন, “দু’জন মহিলা-সহ ৮ জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন ৭ জন ৷”