মিজোরামে পাথর খাদান ধসে মৃত ৮ শ্রমিক, নিখোঁজ ৪

মিজোরামে পাথর খাদান ধসে মৃত হয়েছে ৮ জনের। এখনও পর্যন্ত নিখোঁজ ৪। পাথর খাদান ধসের ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে গতকাল, অর্থাৎ সোমবার। মিজোরামের হাঁথিয়ালি গ্রামের একটি পাথর খাদানে গতকাল সন্ধেতে আচমকা ধস নামে। স্থানীয় সূত্রের খবর, দুপুরের বিরতি শেষে কাজে যোগ দেওয়ার পরেই এই দুর্ঘটনা ঘটে গিয়েছে। শ্রমিকরা তখন কাজ করছিলেন ওই খাদানে। সোমবারই জানা গিয়েছিল অন্তত ১২ জন শ্রমিক চাপা পরেছেন ধসে। উদ্ধারকার্য শুরু হয়েছিল সোমবারই। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনি, বর্ডার সিকিউরিটি ফোর্স এবং আসাম রাইফেলস উদ্ধারকার্যের জন্য হাত লাগিয়েছিলেন। সূত্রের খবর অনুযায়ী, এখনও পর্যন্ত ৮ জনের দেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ এখনও ৪ জন।

error: Content is protected !!