ঝড়-বৃষ্টি-বজ্রপাতে লন্ডভন্ড উত্তরপ্রদেশ ও বিহার, দুই রাজ্য মিলিয়ে মৃত কমপক্ষে ৮০

ঝড়-বৃষ্টি-বজ্রপাতে লন্ডভন্ড উত্তরপ্রদেশ ও বিহার। দুই রাজ্য মিলিয়ে কমপক্ষে ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে প্রবল ঝড় এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সাক্ষী হয়েছে এই দুই রাজ্যের বিস্তীর্ণ এলাকা। কোথাও ভেঙে পড়েছে গাছ, কোথাও আবার দেওয়াল চাপ পড়ে মৃত্যু হয়েছে বাসিন্দাদের। বজ্রপাতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নালন্দায়। গত ২৪ ঘণ্টায় বিহারে মৃত্যু হয়েছে ৫৮ জনের। এর মধ্যে নালন্দাতেই মৃত ২২। উত্তরপ্রদেশে প্রাকৃতিক দুর্যোগের বলি আরও ২২। মৃতদের পরিবার পিছু চার লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রাকৃতিক দুর্যোগের জেরে বিশেষ ভাবে ক্ষতিগ্রস্ত গয়া, ভোজপুর, পাটনা, গোপালগঞ্জ, মুঙ্গের, সমস্তিপুর, জেহানাবাদ, মুজফ্ফরপুর, আরারিয়া এবং বেগুসরাই। আগামী ৪৮ ঘণ্টাতেও বিহারে মুষলধারে বৃষ্টি এবং বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। প্রয়োজন না হলে ঝড়ের সময়ে বাইরে বের হতে নিষেধ করা হচ্ছে বাসিন্দাদের। গত ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশেওপ্রবল ঝড় ও বজ্যবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। রিলিফ কমিশনারের দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ২২ জনের মধ্যে ১৩ জন বজ্রপাতে প্রাণ হারিয়েছেন। বাকিদের মৃত্যু হয়েছে দেওয়াল চাপা পড়ে। কানপুর, ফতেহপুর, ফিরোজ়াবাদ, কনৌজ, সনৎ কবীর নগর, সীতাপুর, সিদ্ধার্থনগর, আজমগড়, অমেঠি, বারাবাঁকি এবং বালিয়াতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে।

https://twitter.com/i/status/1910374163799228423

error: Content is protected !!