
দিল্লিতে ৮৫ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, গ্রেফতার যুবক
দিল্লিতে ৮৫ বছরের বৃদ্ধাকে ধর্ষণ! শুক্রবার ভোর চারটে নাগাদ ধর্ষণের শিকার হন এক বৃদ্ধা। দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল টুইট করে ঘটনাটির কথা তুলে ধরেন। দিল্লি পুলিশ ইতিমধ্যেই ২৮ বছরের এক যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোর চারটে নাগাদ ঘটনাটি ঘটে। দিল্লির নেতাজি সুভাষ প্লেস এলাকার বাসিন্দা ওই বৃদ্ধা বাড়িতে ঘুমোচ্ছিলেন। তখন অভিযুক্ত আকাশ (২৮) তাঁর বাড়িতে ঢুকে পড়ে এবং বৃদ্ধাকে ধর্ষণ করে। অভিযোগ, অভিযুক্ত ওই বৃদ্ধাকে মারধর করে। ব্লেড দিয়ে তাঁর ঠোট ফালাফালা করে দেয়। বৃদ্ধার মুখে ও গোপনাঙ্গে গভীর ক্ষত রয়েছে বলে জানা গেছে। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত আকাশকে (২৮)। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দিল্লি মহিলা কমিশনের প্রধান টুইটে দিল্লি পুলিশের কাছে এফআইআরের কপি ও ঘটনার অন্যান্য তথ্য জানতে চেয়েছেন।