ছত্তিসগড়ের পর এবার তেলেঙ্গানায় আত্মসমর্পণ ৮৬ জন মাওবাদী সদস্যর

ছত্তিসগড়ের পর তেলেঙ্গানা। দিন কয়েক আগেই ছত্তিসগড়ের বিজাপুরে আত্মসমর্পণ করে ৫০ জন মাওবাদী। এ বার তেলেঙ্গানায় আত্মসমর্পণ করেছে ৮৬ জন মাওবাদী সদস্য। শনিবার তেলেঙ্গানার ভদ্রদ্রি কোঠাগুদেম জেলার পুলিশের কাছে আত্মসমর্পণ করে তারা। অন্য দিকে, শনিবারই ছত্তিসগড়ের বস্তারে একটি অনুষ্ঠান থেকে মাওবাদী সদস্যদের হিংসার পথ ছাড়ার আবেদন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। বস্তার এলাকার উন্নয়নের কাজে সামিল হওয়ার জন্য তাদের আহ্বান জানান তিনি। গত রবিবার ছত্তিসগড় গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর যাওয়ার ঠিক আগেই বিজাপুরে আত্মসমর্পণ করে ৫০ জন মাওবাদী। এ বিষয়টিকে ‘বড় সাফল্য’ এবং ‘আনন্দের ব্যাপার’ বলে মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ।  এ বার তেলেঙ্গানার ভদ্রদ্রি কোঠাগুদেম জেলার পুলিশের কাছে মাওবাদীদের ৮৬ জন আত্মসমর্পণ করেছে বলে জানিয়ছেন ওই এলাকার পুলিশের আইজি (মাল্টি-জ়োন ১) এস চন্দ্রশেখর রেড্ডি। তিনি জানান, এদের মধ্যে ৮২ জন ওই জেলার এবং বাকি চার জন মুলুগু জেলার। ওই মাওবাদী সদস্যরা ছত্তিসগড়ের বিজাপুর এলাকায় অপারেশন চালাতো বলেও জানিয়েছেন তিনি। আত্মসমর্পণকারীদের মধ্যে চার জন মাওবাদী এরিয়া কমিটির সদস্য। আত্মসমর্পণকারীদের মধ্যে ২০ জন মহিলাও আছেন। পুলিশ জানিয়েছে, গত মাসেই তেলেঙ্গানায় আত্মসমর্পণ করেছে ৬৪ জন মাওবাদী সদস্য। এই নিয়ে চলতি বছরে সেই রাজ্যে মোট ২২৪ জন মাওবাদী সদস্য আত্মসমর্পণ করেছে।

error: Content is protected !!