টানা বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাত, গত দুই দিনে মৃত ৯

টানা বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাত। ভারী থেকে অতিভারী বৃষ্টির জেরে বন্যার মতো পরিস্থিতি জেলায় জেলায়। প্রশাসন সূত্রে খবর, গত দুই দিনে বৃষ্টিজনিত কারণে রাজ্য জুড়ে ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। কচ্ছ, জামনগর, জুনাগড়, নাভসাড়িতে রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একাধিক দল নিযুক্ত রয়েছে। গত ২৪ ঘণ্টায় অতিভারী বৃষ্টির কারণে জেলায় জেলায় নিচু এলাকাগুলো জলমগ্ন। বহু গ্রামে বন্যা পরিস্থিতি। হমেদাবাদের রাস্তায় জল জমার সমস্যায় তীব্র যানজটের সমস্যা দেখা দিয়েছে। মৌসম ভবন সূত্রে খবর, শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে রাজ্য জুড়ে। 

error: Content is protected !!