
পশ্চিমবঙ্গ টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
রাজ্য সরকারের উদ্যোগে বৃহস্পতিবার ১০ মার্চ আয়োজিত হল টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ২০২২’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এদিনের অনুষ্ঠানে ছিলেন টলিউডের ছোটপর্দা ও বড় পর্দার অভিনেতা অভিনেত্রীরা। ছিলেন পরিচালক-প্রযোজক রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এদিন অনুষ্ঠানের শুভ সূচনা করেন এই দুই অভিনেত্রী। প্রতিদিন সন্ধ্যায় প্রতিটি ঘরে বাংলা সিরিয়াল এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিদিন ড্রয়িং রুমে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মেগা সিরিয়ালগুলি। আর সেই শিল্পীদের সম্মান জানাতেই এই অনুষ্ঠানের আয়োজন হয় পশ্চিমবঙ্গ টেলি অ্যাকাডেমির তরফে। করোনার সমস্ত বিধি মেনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন ভার্চুয়াল মাধ্যমে পশ্চিমবঙ্গ টেলি অ্যাকাডেমির ৪টি স্টুডিও ফ্লোর ও প্রশাসনিক ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।