
পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ভগবন্ত মান
পঞ্জাবের ১৭তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন আম আদমি পার্টি (আপ)-র নেতা ভগবন্ত মান। বুধবার রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিত তাঁকে শপথবাক্য পাঠ করান। মান জানিয়েছেন, হোলির পর পঞ্জাব মন্ত্রিসভার অন্য সদস্যেরা শপথ নেবেন। বুধবারের শপথ গ্রহণ কর্মসূচিতে হাজির ছিলেন আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া, দলের নেতা সঞ্জয় সিংহ এবং পঞ্জাবের নবনির্বাচিত আপ বিধায়কেরা। শপথ নেওয়ার পর এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন বার্তা পান পঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী ৷ প্রধানমন্ত্রী টুইটে লেখেন, “পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়া ভগবন্ত মান জি’কে অভিনন্দন ৷ রাজ্যের মানুষের কল্যাণে এবং পঞ্জাবের সামগ্রিক উন্নয়ণের কথা ভেবে একসঙ্গে কাজ করব আমরা ৷” মানের শপথগ্রহণ অনুষ্ঠানে এদিন খাটকার কালানেতে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল-সহ আম আদমি পার্টির শীর্ষ নেতৃত্ব ৷