গোয়ায় মধুচক্র থেকে গ্রেপ্তার মুম্বইয়ের অভিনেত্রী সহ ৩ মহিলা

গোয়ার পানাজিতে বড়সড় মধুচক্রের পর্দাফাঁস করল পুলিশ। সূত্রে খবর পেয়ে গতকাল রাতে পানাজির কাছে এক হোটেলে হানা দেয় গোয়া পুলিশ। আপত্তিকর অবস্থায় সেই মধুচক্র থেকে উদ্ধার করা হয় তিন মহিলা। এই তিন মহিলার মধ্যে একজন মুম্বইয়ে টিভি অভিনেত্রী বলে জানা গিয়েছে। বাকি দুই মহিলা হায়দরাবাদের মডেল বলে খবর। রীতিমত পরিকল্পনা করে জাল সাজিয়ে এই মধুচক্রের হদিশ পায় পুলিশ। ভুয়ো ফোন করে ওই চক্রের পান্ডাকে ডাকে পুলিশ। ভুয়ো ক্রেতা সেজে গোয়ার সানগোলাদা গ্রামে ৫০ হাজার টাকায় হায়দরাবাদের সেই মডেল মহিলার সঙ্গে হোটেলে গিয়ে দেহব্যবসার পুরো চক্রকে ধরে ফেলে পুলিশের দুই কর্মী। হোটেলের মধ্যে রমরমিয়ে চলছিল দেহব্যবসা। আরও কেউ জড়িতে আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

error: Content is protected !!