কুলতলী থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ২

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল আগ্নেয়াস্ত্র সহ ২ জন দুষ্কৃতিকে গ্রেপ্তার করল পুলিস। ঘটনাটি ঘটেছে কুলতলী থানার সোনাটিকারী এলাকায়। ধৃতদের কাছ থেকে একটি লং ব্যারল বন্দুক ও কার্তুজ সহ একটি ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। ডাকাতির উদ্দেশেই ওই অস্ত্রগুলি জড় করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিসের। সূত্রের খবর শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে দুষ্কৃতি দলের গোপন ডেরায় হানা দেয় পুলিস। পুলিস আসছে টের পেয়ে সঙ্গে সঙ্গে চম্পট দেয় তারা।  দলটির অধিকাংশ  সদস্য পালিয়ে যেতে সক্ষম হলেও দু’জন দুষ্কৃতিকে হাতেনাতে পাকড়াও করতে সক্ষম হয় পুলিস। তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছাড়াও একটি বাইক উদ্ধার করা হয়েছে। আজ, ধৃতদের বারুইপুর আদালতে তোলা হবে।

error: Content is protected !!