৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের

সপ্তম পে-কমিশনের আওতায় ৩ শতাংশ মহার্ঘভাতা বাড়ানো হল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় বুধবার অনুমোদন পেল বিষয়টি ৷ বর্ধিত হওয়ার পর এখন থেকে ৩৪ শতাংশ হারে মহার্ঘভাতা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৷ মহার্ঘভাতা বা ডিয়ারনেস অ্যালাওয়েন্সের পাশাপাশি ডিয়ারনেস রিলিফও বাড়ানো হল ৩ শতাংশ ৷ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারীরাও এবার থেকে ৩৪ শতাংশ হারে ডিআর পাবেন ৷ যা কার্যকর হচ্ছে ১ জানুয়ারি, ২০২২ থেকে ৷ বর্ধিত মহার্ঘভাতা এবং ডিয়ারনেস রিলিফের ফলে উপকৃত হবেন কেন্দ্রীয় সরকারের ৪৭.৬৮ লক্ষ কর্মচারী এবং ৬৮.৬২ লক্ষ পেনশনভোগী ৷ এদিন প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা ডিএ বাড়ানোর এই আবেদনে ছাড়পত্র দিয়েছেন। এবং ডিএ বৃদ্ধি এই বছরের জানুয়ারির ১ তারিখ থেকে কার্যকর করার জন্য অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ডিএ এবং অবসারপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ডিআর ৩ শতাংশ বৃদ্ধির ফলে রাজকোষ থেকে প্রতি বছর ৯,৫৪৪.৫০ কোটি টাকা খরচ হবে বলে জানা গিয়েছে। এই ডিএ ও ডিআর বৃদ্ধির ফলে উপকৃত হবেন ৪৭.৬৮ লক্ষ কেন্দ্রীয় সরকারের কর্মচারী এবং ৬৮.৬২ লক্ষ পেনশনভোগী। এই ভাতা বেসামরিক কর্মচারী এবং তার পাশাপাশি প্রতিরক্ষা খাতে নিযুক্ত ব্যক্তিদের জন্যও প্রযোজ্য হবে। উল্লেখ্য, এর আগে গত বছরও ৩ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল। ডিএ বেড়ে হয়েছিল ৩১ শতাংশ। এবং তা কার্যকর হয়েছিল ১ জুলাই থেকে।

error: Content is protected !!