রাজভবনে মুখ্যসচিব ও অর্থসচিবের সঙ্গে সাড়ে ৩ ঘণ্টার বৈঠক রাজ্যপালের

রাজভবনে মুখ্যসচিব ও অর্থসচিবের সঙ্গে বৈঠকের পর বকেয়া অর্থবিলে স্বাক্ষর করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। টুইট করে সেকথা জানিয়েছেন তিনি নিজেই। অর্থবিল আটকে ছিল রাজভবনে। সরকারের বিরুদ্ধে আবার সাংবিধানিক রীতি-নীতি না মানারও অভিযোগ তুলেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। স্রেফ মুখ্যসচিবকেই নয়, এদিন দুপুরে রাজ্যের অর্থসচিবকেও তলব করেন রাজ্যপাল। বিকেলে ৮টের সময়ে রাজভবনে আসতে বলা হয় তাঁদের। নির্দিষ্ট সময়ে রাজভবনে যান মুখ্যসচিব ও অর্থসচিব। রাজ্য প্রশাসনের দুই শীর্ষ আধিকারিকদের সঙ্গে প্রায় সাড়ে তিন ঘণ্টা বৈঠক করেন রাজ্যপাল। এমনকী, বৈঠকে ফাঁকে মুখ্য়মন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয় বলে সূত্রের খবর।

https://twitter.com/jdhankhar1/status/1509089194387288064
error: Content is protected !!