আসানসোলে মহিলা কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ

গত পৌরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলেছিল বিরোধীরা । আতঙ্কের কারণে বিশেষ করে মহিলারা বুথমুখী হতে পারেনি এমনই দাবি ছিল বিজেপির । এবার আসানসোল লোকসভা উপনির্বাচনে তাই মহিলা কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা হল। শুধু তাই নয় মহিলাদের সাহস দিতে মহিলা সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ শুরু করল আসানসোলে । মহিশীলা অঞ্চলে এক কোম্পানি মহিলা সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীকে এদিন রুটমার্চ করতে দেখা যায় । যাতে সমস্ত ধরনের ভয় আতঙ্ক সড়িয়ে বাড়ির মহিলারা বুথমুখী হতে পারেন সেই কারণে এই রুটমার্চ বলে পুলিশ সূত্রে খবর । পুলিশের দাবি সশস্ত্র মহিলা কেন্দ্রীয় বাহিনী দেখে আসানসোলের মহিলারা ও গৃহবধুরা ভরসা পাবে নিজের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার ।