মালদা মেডিক্যাল কলেজে চালু হচ্ছে অত্যাধুনিক জরুরি বিভাগ

নতুন ও অত্যাধুনিক জরুরি বিভাগ খোলা হচ্ছে মালদা মেডিক্যালে। মালদা মেডিক্যালের পুরোনো সার্জারি বিভাগকে নতুন তৈরি ট্রমা কেয়ার ইউনিটে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অত্যাধুনিক এই বিভাগে উন্নত চিকিৎসার ব্যবস্থা রয়েছে। সেখানেই নতুন একটি জরুরি বিভাগ খুলতে চলেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ওই জরুরি বিভাগে রোগীদের প্রাথমিক চিকিৎসা করা হবে। সেখানে পাঁচটি বেড থাকবে। প্রথমে রোগীদের সেই বেডেই রাখা হবে। বেডগুলিতে থাকবে অক্সিজেন সহ অন্যান্য ব্যবস্থা। ভেন্টিলেশনের সুবিধাও রাখা হবে এখানে।মেডিক্যালের সহকারী অধ্যক্ষ তথা হাসপাতাল সুপার পুরঞ্জয় সাহা বলেন, “খুব দ্রুত নতুন জরুরি বিভাগ হস্তান্তর

হয়ে যাবে। তারপরেই আমরা সেটি চালু করে দেব। এই জরুরি বিভাগে অত্যাধুনিক সমস্ত চিকিৎসা পরিষেবা থাকছে। থাকছে ভেন্টিলেটশনও। আমরা এই জরুরি বিভাগ হাতে পেলেই কাজ চালু করে দেব। সেখানে ভেন্টিলেশন সাপোর্ট-সহ পাঁচটি বেড থাকবে।” তিনি আরও বলেন, “মুমূর্ষু কোনও রোগী এলে প্রথমে তাঁকে জরুরি বিভাগের বেডে প্রাথমিক চিকিৎসা শুরু করা হবে। পরে তাঁকে ইনডোরে পাঠানো হবে। ইতিমধ্যে ট্রমা কেয়ার ইউনিটে আমরা সার্জিক্যাল বিভাগ সরিয়ে এনেছি। এটা মাল্টি ডিসিপ্লিনারি ট্রমা কেয়ার ইউনিট। তাই বিভিন্ন বিভাগ সেখানে স্থানান্তরিত করা হয়েছে।”

error: Content is protected !!