গেলেন না নিজাম প্যালেসে, বাড়ি থেকে বেরিয়ে সোজা এসএসকেএমে ভর্তি হলেন অনুব্রত মন্ডল

নিজাম প্যালেসে যাওয়ার কথা ছিল। কিন্তু বুকে ব‍্যথা হওয়ায় এসএসকেএম হাসপাতালে ভর্তি হলেন অনুব্রত মণ্ডল। আজ, বুধবার গরুপাচার কাণ্ডে সিবিআই দপ্তরে যাওয়ার কথা ছিল তাঁর। সেইমত বাইপাস দিয়ে যাচ্ছিল তাঁর গাড়ি। আচমকাই বুকে ব‍্যথা শুরু হয় অনুব্রতর। ফলে সেখান থেকে গাড়ি ঘুরিয়ে সোজা এসএসকেএম হাসপাতালে পৌঁছন তিনি। জানা গিয়েছে, আজ সকাল থেকেই বুকে সামান‍্য কষ্ট অনুভব করছিলেন কেষ্টবাবু। ইতিমধ্যেই এসএসকেএম হাসপাতালে ভবানীপুর থানার বিশাল পুলিসবাহিনী মোতায়েন করা হয়েছে। হাসপাতালে অনুব্রত মণ্ডলের চিকিৎসা চলছে। যদিও তিনি কেমন রয়েছেন তা এখনও পর্যন্ত জানাননি চিকিৎসকরা।

error: Content is protected !!