আজ অ্যাপ ক্যাব সংস্থার গুলির সঙ্গে রাজ্য সরকারের বৈঠক

আজ, বুধবার অ্যাপ ক্যাব সংস্থা, চালক সংগঠন সহ সব পক্ষকে সঙ্গে নিয়ে বৈঠকে বসছেন পরিবহণ কর্তারা। সম্প্রতি ক্যাব সংস্থাগুলি ১২ শতাংশ ভাড়া বৃদ্ধি করেছে। চালক সংগঠনগুলির অভিযোগ, বাড়তি ভাড়ার কোনও অংশ তাঁরা পাচ্ছেন না। অন্যদিকে যাত্রীদের অভিযোগ, তীব্র গরমেও এসি চালাচ্ছে না বেশিরভাগ চালক। বিশৃঙ্খল এই অ্যাপ ক্যাব ক্ষেত্রকে নির্দিষ্ট নিয়মে বাঁধতে আজ পরিবহণ ভবনে এই বৈঠক ডাকা হয়েছে। পরিবহণ সচিব রাজেশ সিনহা সরকারের যাত্রীবান্ধব নয়া অ্যাপ ক্যাব নীতি স্পষ্ট করে দেবেন।

error: Content is protected !!