আম্বেদকারের জন্মদিনে নবান্নে শ্রদ্ধা জানালেন অরূপ রায়

আজ বাবাসাহেব আম্বেদকরের ১৩১ তম জন্মদিন। তিনি ভারতের সংবিধান রচনা করেছেন, ছিলেন খ্যাতিমান আইনজ্ঞ, আধ্যাত্মিক নেতা। এদিন নবান্নে আম্বেদকারের জন্মদিনে শ্রদ্ধা জানালেন মন্ত্রী অরূপ রায়।

১৮৯১ সালের ১৪ এপ্রিল মধ্যপ্রদেশে ভীমরাও রামজি আম্বেদকরের জন্ম। যাঁকে সারা দেশ চেনে বাবাসাহেব নামে। প্রতি বছর ১৪ এপ্রিল তাই দেশ জুড়ে সংবিধানের রচয়িতার জন্মদিন পালন করা হয়। এটিকেই আম্বেদকর জয়ন্তী বলা হয়। জাতপাত, ধর্মান্ধতা এবং কুসংস্কারের বিরুদ্ধে তিনি দীর্ঘ দিন লড়াই করেছেন। আম্বেদকরের বেশ কিছু কথা, আজ এত বছর পেরিয়ে এসেও সমান প্রাসঙ্গিক। 

error: Content is protected !!