করোনা বিধি উঠতেই নববর্ষে দক্ষিণেশ্বরে ভক্তদের ঢল
করোনা বিধি প্রত্যাহার করেছে রাজ্য। আর তাই দুই বছর পর নববর্ষের দিনে চেনা ছবি দেখা গেল দক্ষিণেশ্বরে। এদিন সকাল হতেই ভক্তদের ভিড়ে মজে উঠেছে মন্দির প্রাঙ্গণ। নতুন বছরের প্রথম দিনে দক্ষিণেশ্বরে মায়ের সামনে পুজো দিতে পেরে খুশি ভক্তরাও। করোনার দাপটে গত দুই বছর দক্ষিণেশ্বরে ভক্ত ও দর্শনার্থীদের জন্য বন্ধ ছিল মন্দিরের দরজা।