বারামুল্লায় নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে খতম জঙ্গি

কাশ্মীরের বারামুল্লা জেলার মালওয়াহ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হল এক লস্কর-ই-তইবা জঙ্গি। কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানিয়েছেন, বারামুল্লা এনকাউন্টারে এলইটি-র শীর্ষ কমান্ডার ইউসুফ কান্তরু নিহত হয়েছে। বুদগাম জেলায় একজন এসপিও, তাঁর ভাই, এক সেনা এবং এক সাধারণ নাগরিকের হত্যা সহ নিরাপত্তা বাহিনীর সদস্যদের বেশ কয়েকটি হত্যাকাণ্ডে জড়িত ছিল ইউসুফ। ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ ও অন্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

error: Content is protected !!