করিমপুরে কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড গোটা এলাকা , মৃত ১

কয়েকমিনিটের ঝড়ে লন্ডভন্ড গোটা এলাকা। ভেঙে পড়ল একাধিক গাছ ৷ উপড়ে গেল বিদ্যুতের খুঁটি । গাছ পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের ৷ শুক্রবার রাতে ঘটনাটি নদিয়ার করিমপুর থানা এলাকার। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বেশ কয়েকটি জেলায় কালবৈশাখী হওয়ার সর্তকতা দেওয়া হয়েছিল। কিন্তু এই ঝড় যে এতটা মারাত্মক হতে পারে তা ভাবতেও পারেননি এলাকার লোকজন। করিমপুর থানার শিকারপুর রোডের ফুলখালি এলাকায় কৃষ্ণ হালদার (৬০) নামে এক বৃদ্ধ জমিতে কাজ করে বাড়ি ফিরছিলেন। হাওয়ার গতিবেগ হঠাৎ বেড়ে যাওয়ায় এবং দমকা হাওয়ার দাপটে হঠাৎ একটি বড় গাছ ভেঙে পড়ে তাঁর ওপর। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বৃদ্ধর। এর পাশাপাশি একাধিক বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে বলেও জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় করিমপুর থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। রাস্তায় একাধিক গাছ ভেঙে পড়ায় চলাচলের অনেকটা সমস্যা হয়। যদিও পরবর্তীকালে প্রশাসনের তরফ থেকে উদ্যোগ নিয়ে গাছগুলি সরিয়ে ফেলা হয় ৷ এই ঝড়ের পর বিদ্যুত্‍ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে করিমপুরের বিস্তীর্ন এলাকায়। বিদ্যুৎ দফতরের তরফ থেকে দ্রুত কাজ চলছে। জেলায় কালবৈশাখী দাপট দেখালেও শহর কলকাতায় দেখা মেলেনি ৷

error: Content is protected !!