অন্যায়ের প্রতিবাদ করায় প্রাণ সংশয়ের আশঙ্কায় নিরাপত্তা বাড়ানোর আবেদন বাসন্তীর তৃণমূল বিধায়কের

অন্যায়ের প্রতিবাদ করায় প্রাণ সংশয়ের আশঙ্কায় নিরাপত্তা বাড়ানোর আবেদন জানালেন বাসন্তীর তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল। এমনিতেই তাঁর তিনজন দেহরক্ষী রয়েছে । কিন্তু অন্তত আরও একজন দেহরক্ষী বাড়ানোর জন্য বুধবার পুলিশ সুপারের কাছে আবেদন করলেন বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল । সেই আবেদনে তিনি জানিয়েছেন, প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে তাঁর । বিষয়টি জরুরি ভিত্তিতে দেখার জন্য আবেদন জানিয়েছেন তিনি ।  তৃণমূল বিধায়কের শ্যামল মণ্ডলের দাবি বাসন্তী, ক্যানিং-সহ আশপাশের বেশ কয়েকটি বিধানসভা এলাকায় সরকারি কাজ ও সংগঠনের কাজে ঘুরে বেড়াতে হয় । যখনই অন্যায় দেখেছি, তখনই সেই কাজের প্রতিবাদ করেছি । তাতেই নানা ধরনের হুমকি পাচ্ছেন । তিনি বলেন, “কিছু তোলাবাজ, মাটি মাফিয়া, দুষ্কৃতীদের বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি । অনেক জায়গায় পুলিশ ব্যবস্থা গ্রহণও করেছে ।” আর সেই কারণে নানা জায়গায় হুমকি, পেশিশক্তির সম্মুখীন হতে হচ্ছে তাঁকে । আর এতেই নিরাপত্তার অভাব বোধ করছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ।

error: Content is protected !!