মদ খেয়ে বন্দুক নিয়ে এলাকায় তাণ্ডব প্রাক্তন তৃণমূলের প্রধানের স্বামীর, পুলিশের তৎপরতায় গ্রেফতার
হক জাফর ইমাম, মালদাঃ আজ সকালবেলায় মদ্যপ অবস্থায় দেশি পিস্তল নিয়ে এলাকায় তাণ্ডব দেখালেন প্রাক্তন প্রধানের স্বামী। ভরপেট মদ খেয়ে পিস্তল হাতে তারা করলেন এলাকার বাসিন্দাদের। কাউকে আবার পিস্তল উঁচিয়ে ভয় দেখালেন। সকাল থেকেই এই ঘটনার জেরে আতঙ্ক ছড়ানো হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকা গ্রাম পঞ্চায়েত এলাকায়। যদিও ঘটনার খবর পেয়ে প্রাক্তন প্রধানের মদ্যপ স্বামীকে গ্রেফতার করেছে ভালুকা ফাঁড়ির পুলিশ। উদ্ধার করেছে বেআইনি পিস্তল। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকাজুড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে আজ সকাল বেলায় ভালুকা অঞ্চলের পেমাই গ্রামের একটি আম বাগানে অঞ্চলের প্রাক্তন তৃণমূলের প্রধান মিনু মুশর এর স্বামী পূরণ মুশোর মদ্যপ অবস্থায় হাতে দেশি পিস্তল নিয়ে ঘোরাঘুরি করছিল। এলাকার স্থানীয় বাসিন্দাদের দিকে পিস্তল উঁচিয়ে কখনো তেরে যাচ্ছিল কখনো বা কাউকে ধরে নিয়ে তার দিকে পিস্তলের নল দেখিয়ে হুমকি দিয়েছিল। প্রাক্তন প্রধানের বরের হাতে পিস্তল দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর যায় পুলিসে। খবর পেয়ে ভালুকা ফাঁড়ির সাব-ইন্সপেক্টর আনিসুর রহমান এর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ওই এলাকায় পৌঁছায়। পিস্তল সমেত প্রধাননের স্বামীকে গ্রেপ্তার করা হয়। আজ থেকে চাচোল মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর।