বিনয় মিশ্রকে আসানসোল বিশেষ আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ

বিনয় মিশ্রকে দেওয়া হল শেষ রক্ষাকবচ ৷ রক্ষাকবচের সময়সীমা রয়েছে ২০ জুন পর্যন্ত । তার মধ্যে বিনয় মিশ্রকে আসানসোল বিশেষ আদালতে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ না করলে পরবর্তীকালে বিনয় মিশ্রর সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য আইনি প্রক্রিয়া শুরু করবে সিবিআই । কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রকে খোঁজার জন্য গোটা রাজ্যজুড়ে তল্লাশি অভিযান চালায় সিবিআই । কিন্তু কয়লা কাণ্ডে অন্যতম চক্রী বিনয় মিশ্রর খোঁজ সিবিআই পায়নি । পরবর্তীকালে জানা যায়, দেশ ছেড়ে তিনি ভানুয়াতুর দ্বীপপুঞ্জের নাগরিকত্ব গ্রহণ করে সেখানেই রয়েছেন। সূত্রের খবর, ইতিমধ্যেই আইন মেনে রাজ্যে বিনয় মিশ্রের যে ক’টি বাড়ি রয়েছে সব ক’টি বাড়িতে গিয়ে তাঁরা বিনয়ের খোঁজ শুরু করেন ৷ কিন্তু তাঁর খোঁজ সিবিআই গোয়েন্দারা পাননি । পাশাপাশি বিনয় মিশ্রের ব্যবহৃত যে সব মোবাইল নম্বর সিবিআইয়ের হাতে রয়েছে, সেই মোবাইল নম্বরগুলি সব সুইচড অফ। এরপরেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বিনয় মিশ্রের সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য আসানসোল বিশেষ আদালতের দ্বারস্থ হয় । আর এদিন আসানসোল বিশেষ আদালতের তরফে বিনয় মিশ্রকে শেষ একটি রক্ষাকবচ দেওয়া হয় । 20 জুনের মধ্যেই বিনয় মিশ্রকে এদেশে ফিরে আসানসোলের বিশেষ আদালতে আত্মসমর্পণ করতে হবে । আর এর অন্যথা হলে বিনয় মিশ্রের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করবে সিবিআই।

error: Content is protected !!