রাজনৈতিক দল গড়লেন পিকে!
এবার নিজেই দল গঠন করলে ভোটকুশলী প্রশান্ত কিশোর। বিহার থেকেই তিনি তাঁর এই নতুন ইনিংস শুরু করতে পারেন বলেও স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন পিকে৷ টুইটে আজ প্রশান্ত কিশোর লিখেছেন, “গণতন্ত্রের একজন তাৎপর্যপূর্ণ অংশ হওয়ার অন্বেষণে ছিলাম ৷ গত ১০ বছরের রোলারকোস্টার রাইডে জনহিতকর নীতি গঠন করাই আমার প্রচেষ্টা ছিল৷ তবে এ বার প্রকৃত প্রভুর কাছে যাওয়ার পালা ৷ তাঁরা হলেন জনগণ ৷” টুইটে একটি নাম ব্যবহার করেছেন পিকে, জন সূরজ ৷ দলের নাম রেখেছেন – জন সুরজ। অর্থাৎ জনতার সূর্য ৷ এই কথাটির অর্থও বুঝিয়ে দিয়েছেন প্রশান্ত ৷ তাঁর ব্যাখ্যা, জনতার সূর্যের অর্থ জনগণের জন্য সুশাসন ৷ সবশেষে তিনি হিন্দিতে লিখেছেন শুরুয়াত বিহার সে ৷ প্রশান্ত কিশোরের রাজনৈতিক দল গঠন নিঃসন্দেহে জাতীয় রাজনীতিতে একটি উল্লেখযোগ্য ঘটনা।