হাঁসখালি নির্যাতিতার নাম প্রকাশ করায় বিজেপির সত্যানুসন্ধান কমিটির বিরুদ্ধে আদালতে পদক্ষেপ গ্রহণের আর্জি সিবিআইয়ের
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে এবার পদক্ষেপ নেওয়ার আর্জি জানাল হল কলকাতা হাইকোর্টে । অভিযোগ, হাঁসখালির গণধর্ষণের ঘটনায় নির্যাতিতার নাম প্রকাশ্যে এনেছিলেন তিনি। একইসঙ্গে বিজেপি কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইডিং কমিটির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের কথা জানানো হয়েছে সিবিআইয়ের তরফে। সোমবার হাঁসখালিকাণ্ডে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা করেছে সিবিআই। সঙ্গে বিজেপি-র বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। এ প্রসঙ্গে আদালত জানিয়েছে, কোনওভাবেই নির্যাতিতার পরিচয় প্রকাশ্যে আনা যাবে না। এই মর্মে পরবর্তী শুনানি হবে আগামী ১৭ মে।
এদিন কলকাতা হাইকোর্টে জমা দেওয়া রিপোর্টে সিবিআইI জানিয়েছে, ফরেন্সিকের কিছু বিষয় এখনও কিছু বাকি রয়ে গিয়েছে। আরও কিছু সময় চাওয়া হয়েছে এই ঘটনার তদন্তের জন্য। এই মুহূর্তে রিপোর্টে বাইরে প্রকাশ না করারও আর্জি জানানো হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। পাশাপাশি হাঁসখালির এই কেসটি নদিয়া থেকে কলকাতায় স্থানান্তরিত করারও আবেদন জানানো হয় সিবিআইয়ের পক্ষ থেকে। আদালতের তরফ থেকে যদিও কেস স্থানান্তরিত করার কারণ দর্শাতে বলা হয়েছে। এর আগেই হাঁসখালিকাণ্ডে নির্যাতিতার পরিবারের জন্য নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের। এছাড়া নির্যাতিতার পরিবারের মানসিক ও শারীরিক চিকিৎসার বন্দোবস্ত করারও নির্দেশ দিয়েছিল আদালত। শুধু মৃতার পরিবারই নয়, সাক্ষীদেরও নিরাপত্তা দেওয়ার কথা বলেছিলেন বিচারপতি।