‘করোনা টিকা নিতে কাউকে বাধ্য করা যাবে না’, জানিয়ে দিল শীর্ষ আদালত
করোনা টিকা নেওয়ার জন্য কাউকে বাধ্য করা যাবে না ৷ কোনও ব্যক্তির ইচ্ছের উপরেই নির্ভর করবে তাঁর এই টিকা নেওয়ার বিষয়টি ৷ সোমবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি এল নাগেশ্বর রাও ও বিচারপতি বিআর গাভাই-এর ডিভিশন বেঞ্চ ৷ এই বিষয়ে নির্দেশ দিতে গিয়ে সংবিধানের ২১ নং ধারার কথাও উল্লেখ করেছে শীর্ষ আদালত ৷ তবে সুপ্রিম কোর্ট এদিন জানিয়েছে, কোভিড নিয়ে কেন্দ্রের বর্তমান টিকা নীতি অযৌক্তিক নয় ৷ এদিন কোভিড টিকাকরণ প্রসঙ্গে এই রায় দিতে গিয়ে বিচারপতিরা বলেছেন, “যেহেতু সংক্রমণ এখন কম, তাই প্রাসঙ্গিক নির্দেশ দেওয়া উচিত ৷ করোনা টিকা নেননি, এমন ব্যক্তির উপর কোনও প্রকার বাধা-নিষেধ আরোপ করা যাবে না ৷” পাশাপাশি, ব্যক্তি গোপনীয়তা বজায় রেখে ভ্যাক্সিনেশন ট্রায়াল সংক্রান্ত তথ্য জনসমক্ষে আনার নির্দেশও এদিন শীর্ষ আদালত দিয়েছে ৷ কেন্দ্রকে এদিন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, কোভিড টিকা নেওয়ার পর কেউ অসুস্থ হয়েছে পড়েছেন কি না সেই তথ্য জনগণ ও চিকিৎসকদের থেকে সংগ্রহ করতে হবে ৷ সকলের জন্য সেই তথ্য প্রকাশও করতে হবে ৷ ভারতে করোনা টিকাকরণ নিয়ে যে ট্রায়াল চলেছে বা চলছে তার তথ্য এবং টিকাকরণের পরের তথ্য প্রকাশ্যে আনার দাবিতে শীর্ষ আদালতে মামলা করেছিলেন জেকব পুলিয়েল নামে এক ব্যক্তি ৷ তাঁর আবেদনের প্রেক্ষিতে এদিন এই গুরুত্বপূর্ণ রায় দিল শীর্ষ আদালত ৷