মহারাষ্ট্রে তাপপ্রবাহ প্রাণ কাড়ল ২৫ জনের
তাপপ্রবাহের জেরে প্রাণ যাচ্ছে একের পর এক মানুষের। চলতি মরশুমে মহারাষ্ট্রের বেশ কয়েকটি জায়গায় তাপমাত্রা ৪৬ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। মহারাষ্ট্রের একাধিক জায়গায় তাপপ্রবাহের জেরে ২৫ জনের মৃৃত্যু হয়েছে বলে রিপোর্টে প্রকাশ। ২০১৬ সালের পর মহারাষ্ট্রে এমন উচ্চ তাপমাত্রার দেখা মেলেনি। ফলে ২০১৬-র পর এবার ফের মহারাষ্ট্রে তাপমাত্রা ৪৬ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের আধিকারিক ডক্টর প্রদীর আওয়াতে জানান, গত ১০০ বছরে এমন তাপপ্রবাহ হয়নি। যার জেরে মহারাষ্ট্রে ২৫ জনের মৃত্যু হয়েছে।