ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ১৮ জেলায় জারি সতর্কতা

আন্দামান সাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। যা যেকোনও সময় ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। আজ শুক্রবার, তা নিম্নচাপে পরিণত হবে । তার ৪৮ ঘণ্টা পরে অর্থাৎ রবিবার এটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে । তাই আগামী কয়েকদিন ওড়িশায় বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী শুক্রবারই এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তাই ওড়িশার ১৮টি জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। উপকূলবর্তী মানুষকে এখন থেকেই প্রস্তুত থাকতে বলা হয়েছে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে । তারপর বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে । দক্ষিণবঙ্গে ১০ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে হালকা-মাঝারি বৃষ্টি শুরু হয়েছে । যা আরও তিন দিন চলবে । এরপর বৃষ্টির পরিমাণ কমবে উত্তরে । ঝোড়ো বাতাসের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের হাত ধরে তাপমাত্রা বেশ খানিকটা কমেছে । এখন যে তাপমাত্রা রয়েছে, দুই বঙ্গেই তা থাকবে ৷ বিশেষ কোনও পরিবর্তন হবে না । নতুন করে আর তাপমাত্রা বাড়বে না ।

error: Content is protected !!