‘বারবার করে জ্বালানি ও রান্নার গ্যাসের দাম বাড়াচ্ছে, গ্রেট ইন্ডিয়ান লুট চালাচ্ছে বিজেপি’, টুইট মমতার

শুক্রবার মাঝরাতে চুপিসাড়ে রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে মোদি সরকার। শনিবার সকালে খাস কলকাতায় রান্নার গ্যাসের দাম ৫০টাকা বেড়ে, গৃহস্থের ক্ষেত্রে ব্যবহৃত ১৪.২ কেজির সিলিন্ডারের, হয়েছে ১০২৬টাকা। অর্থাৎ কলকাতার বাজারে রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম হাজার টাকা ছাড়িয়ে গেল। রান্নার গ্যাসের এই আকাশছোঁয়া দামের জেরে এবার নাভিশ্বাস উঠেছে আমজনতার। এই অবস্থায় মোদি সরকারকে টুইট বাণে বিদ্ধ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একহাত নিয়েছেন। লক্ষ্যণীয় ভাবে এদিন মুখ্যমন্ত্রী শুধু যে মোদি সরকার বা বিজেপিকে আক্রমণ শানিয়েছেন তাই নয়, একশ্রেনীর সংবাদমাধ্যমের নীরাবতা নিয়েও প্রশ্ন তুলেছেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর টুইটে লেখেন, ‘দেশের জনগণকে যন্ত্রণা দেওয়া বন্ধ করুন। বারবার করে জ্বালানির দাম বাড়ানো হচ্ছে। লাগাতার বৃদ্ধি পাচ্ছে রান্নার গ্যাসের দাম। প্রয়োজনীয় সামগ্রীর দাম উত্তরোত্তর বেড়ে চলেছে। বিজেপি আসলে গ্রেট ইন্ডিয়ান লুট চালাচ্ছে। মানুষকে বোকা বানানো হচ্ছে। এতকিছুর পরও সংবাদমাধ্যম চোখে ঠুলি পরে বসে রয়েছে।’ 

error: Content is protected !!